মালদা

ডাকাতির সংগঠককে গ্রেফতার করল মালদা জেলার পুলিশ।

২০১৭ সালের ফেব্রুয়ারী মাসের শেষের দিকে মানিকচক পেট্রোল পাম্পে ডাকাতির ঘটনায় বড়সড় সাফল্য পেলো মালদা জেলার পুলিশ। ধৃতের নাম চন্দন কর্মকার বাড়ি মালদার মঙ্গলবাড়ি এলাকায়। বৃহস্পতিবার সন্ধ্যায় চন্দন কর্মকারকে সামসী রেলওয়ে স্টেশনে থেকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার মালদা জেলার পুলিশ সুপার অর্ণব ঘোষ সংবাদ মাধ্যমে জানান, চন্দন কর্মকার ডাকাতির সংগঠক। বিভিন্ন জায়গায় হওয়া ডাকাতিকে পরিচালনা করত সে। এদিন সামসী স্টেশন থেকে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। মানিকচক পেট্রোল পাম্পে ডাকাতির ঘটনায় যুক্ত থাকার অভিযুক্ত চন্দন কর্মকারকে বহুদিন ধরে খোঁজ করছে পুলিশ। এমনকি তার খোঁজে পুলিশের একটি টিমকে ভিন রাজ্যেও পাঠানো হয়। এদিন চন্দন কর্মকারকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, জেলা ও রাজ্যের বিভিন্ন জায়গায় প্রচুর মানুষদের নিয়ে সে ডাকাতের একটি টিম তৈরি করে এবং প্রয়োজন মতো ডাকাতির সময় সেই মানুষদের ব্যবহার করত। বহুদিন ধরে চন্দন কর্মকার ডাকাতির কাজের সঙ্গে যুক্ত। এর আগে সে পুর্ণিয়া , গঙ্গারামপুর, বালুরঘাট, কাঠহিয়ার, শিলিগুড়ি বিভিন্ন জায়গায় হওয়া বড়সড় ডাকাতির সঙ্গে তার নাম জড়িয়ে আছে। পুলিশ সূত্রে খবর বেশ কিছু বড় ডাকাতির ঘটনায় ৫০ জনেরও টিম ব্যবহার করে সে ডাকাতি করেছে। ধৃতকে শুক্রবার মালদা জেলা আদালতে পেশ করে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়।